বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ইলিশ ধরার অপরাধে ১৬ জেলের কারাদন্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সদরের যমুনানদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬ (ষোল) জেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।  সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে চলমান ভ্রাম্যমাণ আদালত এই দ-াদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের খলিল শেখ(২৭), বেলকুচি উপজেলার শাহিন আলম (২০), মুসা(৩২), নজরুল(৪৫), কফিল(৫০), চৌহালী উপজেলার সুজন(২০), টাংগাইল সদরের আছির(৩৫), হাফেজ(৬০), সবুজ(২০), ফরিদুল(৩০), সায়েদুল(২৩), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার বাবলু(৪২), নূর উদ্দিন(৪০), সোবহান(২০), কাওছার(২২) ও মালেক(২২)।উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১৬ জনকে আটক,৬৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ