শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়কে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার : বিভিন্ন অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসাবে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব প্রশান্ত কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে ব্যবসা পরিচালনায় সরাসরি সম্পৃক্ততা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক এই আমলার বিরুদ্ধে।
দুদক জানিয়েছে, সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ডেনিম এক্সপোর্ট প্রসেসিং লিমিটেড নামের দু’টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে জনৈক এনামুল হকের সঙ্গে অংশীদারত্ব হস্তান্তর বা শেয়ার বিক্রির চুক্তি করেছেন বলে একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। গনমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হওয়ার পর দুদক অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।

অনলাইন আপডেট

আর্কাইভ