বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মেয়াদ শেষের আগেই বাফুফে ছাড়লেন পল স্মলি

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিহ্ন করলেন বোর্ডের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। দীর্ঘ মেয়াদি চুক্তি না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন এ ব্রিটিশ বংশদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবল বিশেষজ্ঞ। তবে কাজি সালাহউদ্দীন যদি আবার নির্বাচিত হন, তার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গত আগস্টে চুক্তি শেষ হয়েছে বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির। নারী ও বয়স ভিত্তিক দলের সাফল্য-ধারাবাহিকতায় বড় অবদান এই মাস্টার মাইন্ডের। তার সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হলেও ক্যারিয়ারে বদলের কথা বলে সরে গিয়েছেন তিনি। তবে ভেতরের খবর, দীর্ঘ মেয়াদে তার সঙ্গে চুক্তিতে যেতে চায়নি বাফুফে। কারণ সামনের নির্বাচন, সালাহউদ্দীন ক্ষমতায় না থাকলে ভবিষ্যতে কি হবে, তা নিয়ে শঙ্কা আছে তার।বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন বলেন, ‘পলের চলে যাওয়ায় আমি ব্যক্তিগত ভাবে ভিশন ওরিড। । গত কয়েক বছরে পল আমাদের ফুটবলকে অনেক দিয়েছেন। ভুটান বিপর্যয়ের পর থেকে। এখনকার জাতীয় দল। নারী ফুটবল থেকে বয়স ভিত্তিক সব দলের উন্নতির পেছনে তার যথেষ্ট অবদান। নির্বাচনের আগে দ্বীর্ঘমেয়াদী চুক্তি করাটাও সমস্যার।’ বাফুফে সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বলেন, ‘তিন বছর এখানে কাজ করেছি। প্রাপ্তি যেমন আছে অপূর্ণতাও আছে। এদেশের ফুটবলের উন্নয়নে কাজ করেছি। কতোটা করতে পেরেছি তার বিচার আপনারাই করবেন। আমি ক্যারিয়ারে পরিবর্তন আনতেই এ সিদ্ধান্ত নিয়েছি।’ তার শূন্য স্থানে কে আসছেন এ বিষয়ে মন্তব্য করেননি কাজী সালাউদ্দীন। দেশের ফুটবল উন্নয়নের এই গুরু দায়িত্ব ভেবে চিন্তেই কাউকে দিতে চান বাফুফে বস।

অনলাইন আপডেট

আর্কাইভ