শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মাতালদের খাঁচায় বন্দী করা হয় যে গ্রামে

১৮ অক্টোবর, ইন্টারনেট : মাতালদের খাঁচায় পুরে রাখার অভিনব ব্যবস্থা করেছেন ভারতে গুজরাটের মোতিপুরা গ্রামের লোকেরা। দিন কয়েক খোলা বাজারে বহু লোকের চোখের সামনে খাঁচার মধ্যে থেকে লজ্জায় মদের নেশাও কেটে গেছে অনেকের।

মদের নেশায় গ্রামের মধ্যে হই-হট্টগোল প্রতিদিনের ঘটনা। মদ জনিত কারণে বিধবা হয়েছেন ১৫০ জনেরও বেশি মহিলা। গুজরাট প্রশাসনের কড়া মদ বিরোধী আইন সত্তেও যুব সমাজকে মদের নেশা থেকে দূরে সরাতে না পেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের প্রবীণরা।

একটা লোহার খাঁচা তৈরি করে সেখানেই ঢুকিয়ে রাখা হয় মাতালদের। ১২০০ টাকা জরিমানা দিলে তবেই মুক্তি মেলে তার। এই টাকা গ্রামের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়।

এই খাঁচার নাম রাখা হয়েছে মোতিপুরা জেল। খাঁচার ব্যবস্থা চালু হওয়ার পর থেকে বেশ উপকারও হয়েছে। এখানে থাকার অপমানের জ্বালায় মদের নেশা ছেড়েছেন অনেক মাতাল।

অনলাইন আপডেট

আর্কাইভ