শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

রাজারহাটে ৫ কেজি চালের দামে মিলছে ১ কেজি পিঁয়াজ

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে ৫ কেজি চালের দামে মিলছে ১ কেজি পিঁয়াজ। ফলে ক্রেতারা বিপাকে পড়ে অতি উচ্চ মূল্যে পিঁয়াজ ক্রয় করতে বাধ্য হচ্ছে। বাজারে পিঁয়াজের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে ভোক্তারা বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি ভারত পিঁয়াজ বন্ধ করে দেয়ার খবরে ব্যবসায়ীরা ১৪০ টাকা দরে পিঁয়াজ বিক্রি শুরু করে। প্রধানমন্ত্রী ভারত সফর ও মায়ানমার থেকে পিঁয়াজ আমদানী এবং বাজারে ভ্রাম্যমাণ আদালতের ভয়ে ভীত হয়ে কয়েকদিন আগে ৭০ টাকা দরে পিঁয়াজ বিক্রি করে ব্যবসায়ীরা। কিন্তু নিয়মিত বাজার মনিটরিং না থাকায় রাজারহাট উপজেলার রাজারহাট বাজার, সিঙ্গারডাবরীহাট, নাজিমখান বাজার, নাককাটিরহাট, মীলের পাড়, ফরকেরহাট, বৈদ্যেরবাজার, সরিষাবাড়ীহাট, বুড়িরহাট, ডাংরারহাটসহ ২০টি বাজারে আবারো পিঁয়াজের লাফিয়ে লাফিয়ে ১০০টাকায় উঠেছে। পিঁয়াজের বাজারে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। অনেক ক্রেতাই বাধ্য হয়ে আগের তুলনায় পিঁয়াজ কেনা কমে দিয়েছেন। বিক্রি কমে গেছে অনেকটা। ১৬অক্টোবর বুধবার দুপুরে রাজারহাট কাঁচা বাজারে মিজানুর রহমান নামের এক চাকুরীজীবি পিঁয়াজ কিনতে এসে বলেন, চাঁপাইতে প্রতি কেজি পিঁয়াজ ৬০ টাকা দরে কিনি। কিন্তু রাজারহাট বাজারে কিনতে এসে মাথা ঘুরে গেল। প্রতিকেজি পিঁয়াজ এখানে ১০০টাকা দাম হাঁকাচ্ছে দোকানদাররা। এসময় অপর এক ক্রেতা রফিকুল ইসলাম (৭০) বলেন, আগে হাটে হাটে ১ কেজি পিঁয়াজ কিনতাম। দাম বেশী হওয়ায় এখন ১ পোয়া (২৫০ গ্রাম) করে কিনছি। একাধিক খুচরা ব্যবসায়ীরা জানান, গতকাল ১৬ অক্টোবর বুধবার সকালে প্রতি ধারা (৫ কেজি) পিঁয়াজ আরতদারের কাছ থেকে ৪৬০ টাকা দরে ক্রয় করা হয়েছে। সেটি ১০০ টাকা কেজি দরে গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছে। বেশ কয়েকজন আরতদার বলেন, এ উপজেলায় সরাসরি আমদানীকারক কোন ব্যবসায়ী না থাকায় রংপুর মোকাম থেকে পিঁয়াজ আমদানী করতে হয়। সেখানেও আজকের বাজারে (১৬ অক্টোবর) প্রতিমণ পিঁয়াজ ৩হাজার ৩শ টাকায় কিনতে হয়েছে। পরিবহন খরচসহ কিছু লাভ নিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে। এদিকে বাজারে প্রতি কেজি মোটা চাল ২০ টাকা দরে বিক্রি হওয়ায় ৫ কেজি চাল বিক্রি করে ১ কেজি পিঁয়াজ কিনে ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা। রাজারহাট কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল মিয়া ও সেক্রেটারী ইয়াসিন আলী জানান, বাজার অনুযায়ী পিঁয়াজ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। কেউ বেশী দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন জানান, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। বিষয়টি জানলাম, মনিটরিং পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ