শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

আইসিসির সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক হস্তক্ষেপের কারনে তিনমাস নিষিদ্ধ থাকার পর অবশেষে সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্যপদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে। আইসিসি এক বিবৃতি জানায়, দুবাইয়ে জিম্বাবুয়ের ক্রিকেট চেয়ারম্যান এবং ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটকে পুনরুদ্ধারের ব্যাপারে কথা দেওয়ায় আমি জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীকে ধন্যবাদ জানায়।’ তিনি আরো বলেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেটকে সমর্থন ও কাজ করার বিষয়ে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন এবং আইসিসি বোর্ডের শর্তাবলী মেনে নিয়েছেন।’ এছাড়া শর্ত সাপেক্ষে নেপালকেও আইসিসির সদস্যপদে পুনর্বহাল করা হয়েছে। ২০১৬ সালে আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে তাদেরকেও নিষিদ্ধ করা হয়। গত জুলাইয়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি জিম্বাবুয়ের সদস্যপদ কেড়ে নিয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ