শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন এমবাপে

২০২০ ইউরো বাছাইয়ে আইসল্যান্ড ও তুরস্ক ম্যাচের আগে আবারও ধাক্কা খেল ফ্রান্স। চোটের কারণে অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিসকে হারানোর পর তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকেও পাচ্ছে না দলটি। পিএসজির এই তারকা খেলোয়াড়ের পরিবর্তে বরুশিয়া মনশেনগ্লাডবাখ ফরোয়ার্ড আলাসান প্লেয়ার দলে যোগ দেওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

বাড়তি সতর্কতার জন্য সদ্য উরুর চোট কাটিয়ে ওঠা ২০ বছর বয়সী তারকাকে ইউরো বাছাইয়ে না খেলানোর জন্য পিএসজির পক্ষ থেকে ফ্রান্স কোচ দেশমকে অনুরোধ জানানো হয়।একই কারণে গত শনিবার লিগ ওয়ানে অঁজির বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে এমবাপেকে খেলাননি পিএসজি কোচ টমাস টুখেল।পুনর্বাসন চালিয়ে যেতে ক্লাবে ফিরবেন এমবাপে। ১৮ অক্টোবর লিগে নিসের বিপক্ষে ম্যাচে তিনি ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ