শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দৈনিক আমাদের চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী ও লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত

দেশপ্রেমিক ও মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন এর সম্মেলন ও দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর মঙ্গলবার দুপুর ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আবুহেনা খোকনের সভাপতিত্বে রিমন বড়ুয়া ও হাবিব মুহাম্মদ আব্দুল মামুন ফারুকীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাডভোকেট কামরুন্নাহার বেগম। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাহী সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য, লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, কবি ও কলামিস্ট মাহবুবা সুলতানা শিউলি, স্বাগত বক্তব্য রাখেন লায়ন ওসমান সরোয়ার। কোরআন তেলাওয়াত পাঠ করেন মাওলানা মাহমুদুল হাসান নিজামী ।উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম, লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বজলুল হক, দৈনিক পূর্বকোণের চন্দনাইশ প্রতিনিধি এ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, মীর মোহাম্মদ মোজাফফর, সমাজসেবক মিরান হোসেন মিজান, লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাঈনুদ্দিন হামিদ খান, এডভোকেট মোহাম্মদ কায়সার, আহকাম ইবনে জামিল মিশন, আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী, মুসলেম উদ্দিন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী, রায়হান সিকদার । উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দৈনিক আমাদের বাংলার রংপুর প্রতিনিধি মো: আসাদুর রহমান, পেকুয়া উপজেলার ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক, পরিবেশ ডট কমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইউসুফ, দৈনিক আমাদের চট্টগ্রাম মক্কা প্রতিনিধি নাজিম উদ্দিন বাবুল, দৈনিক আমাদের চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিন, দৈনিক আমাদের বাংলার আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের চট্টগ্রামের সীতাকু- প্রতিনিধি মীর মামুন, আনোয়ারা প্রতিনিধি এস এম সালাউদ্দিন, জিএসএস নিউজ ২৪ এর প্রতিনিধি বদরুল হক, দৈনিক আমাদের বাংলার কক্সবাজার প্রতিনিধি শহিদুল করিম শহিদ, মিছবাহ উদ্দিন, আমান উল¬াহ আমান, সাদ্দাম হোসাইন সাজ্জাদ, এনামুল হক নবিদ, ইমরানুল হক চৌধুরী, ইমরান হোসেন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ রাসেল, আব্দুল রহমান প্রমুখ।   

অনলাইন আপডেট

আর্কাইভ