বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

রাজনৈতিক দলের খবর

আওয়ামীলীগ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা: র্দীঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল। ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল ঘিরে উৎসবের আমেজে দিন অতিবাহিত করছে নেতাকর্মীরা। কাউন্সিলে সম্মানজনক পদ পেতে নেতারা শুরু করেছেন লবিং। দীর্ঘদিন দলের কর্মকান্ডে অংশ না নেওয়া এবং কোনঠাসা নেতাকর্মীরাও কাউন্সিলকে ঘিরে এখন চাঙ্গা। তারাও পদ পেতে মুখিয়ে রয়েছেন। তবে আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ইউনিয়ন আওয়ামীলীগের কান্ডারী হিসেবে পেতে চান দলের জন্য নিবেদিত প্রান ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক’র মেজপুত্র বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব রুবেল মাহমুদ রতনকে।
বিএনপি
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সভায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের কথা থাকলেও উপস্থিত সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। পরে জেলা নেতৃবৃন্দ কোন সিদ্ধান্ত ছাড়া’ই সভা শেষ করার পরামর্শ দেন। বক্তৃতায় জেলা নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় বিএনপির সাথে কথা বলে পরে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা বিএনপির কাঁচাবাজারস্থ ২য় তলার কার্যালয়ে এই সভা শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে।
উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। উপজেলা বিএনপির সেক্রেটারী ইউনূচ আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য রফিকুল ইসলাম তোতন, অ্যাডভোকেট মোহম্মদ ইসহাক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম, মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল আলম।
ওয়ার্কার্স পার্টি
খুলনা অফিস : খুলনা মহানগরীর খালিশপুর শিল্প সম্পর্ক প্রশিক্ষণ মিলনায়তনে দিনব্যাপী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সম্মেলনে খুলনা জেলা কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কমরেড এডভোকেট মিনা মিজানুর রহমানকে সভাপতি ও আনসার আলী মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য জেলা কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑসম্পাদকম-লী সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, গাজী নওশের আলী, রেজাউল করিম খোকন, সন্দীপন রায়, আব্দুল হামিদ মোড়ল ও গৌরী ম-ল। সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মহানগর কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড শেখ মফিদুল ইসলামকে সভাপতি ও এস এম ফারুখ-উল-ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, খলিলুর রহমান ও আমিরুল ইসলাম; নির্বাহী সদস্য মনিরুজ্জামান, কৌশিক দে বাপী, মো. আলাউদ্দিন, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, এডভোকেট কামরুল হোসেন জোয়ার্দ্দার, অজয় দে, বাবুল আখতার, হাফিজুর রহমান।

অনলাইন আপডেট

আর্কাইভ