শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমরান খান!

৭ অক্টোবর, ফার্স, পার্সটুডে : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তালেবান নেতারা গোপন বৈঠক করেছেন বলে কোনো কোনো পাক গণমাধ্যম খবর দিয়েছে। 

এসব গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তালেবানের শীর্ষ নেতারা বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করছেন এবং তারা ইমরান খানের সঙ্গে রুদ্ধদ্বার বেঠকে মিলিত হয়েছেন।

সাক্ষাতে ইমরান খান বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে শান্তি আলোচনা আবার শুরু করা উচিত।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান তালেবান নেতাদের সঙ্গে ইমরান খানের সাক্ষাতের খবর নাকচ করে দিয়েছেন। এর আগে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিবগাতুল্লাহ আহমাদি শান্তি আলোচনার শুরু করার ক্ষেত্র সৃষ্টির জন্য তালেবান নেতাদের ইসলামাবাদ সফরকে স্বাগত জানিয়েছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি মোল্লা ।আব্দুলগনি বারাদারের নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করে। ওই সফরে তালেবান প্রতিনিধিদল কোনো কোনো পাক কর্মকর্তার পাশাপাশি আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলযাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ