শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কবিতা

সম্মুখে চলাই মুক্তি

মুহাম্মদ রেজাউল করিম

 

কিসের টানে সরে যাও দূরে

ডাক আসে ফেরার

এখনো প্রচন্ড ঝড়

তবু যে যেতে হবে সম্মুখে

পিছনে ফেরার উপায় নেই

যদি মৃত্যুর ডংকা বাজে

তবে সুস্থির হও

নির্ভর করো তাঁর শক্তির ওপর

যে পথে বেহেশত নির্ধারিত

সে পথই হোক কাম্য

ভয় উড়ে যাক

ক্লান্তি দূর হোক

পিছনে যদি বাজে বজ্র-নিনাদ

তবু থামবে না

সম্মুখে চলাই মুক্তি

 

বটবৃক্ষ

মোহাম্মদ জসিম উদ্দিন

 

মা জননী শতবর্ষী মা

তুমি দিগন্ত বিস্তৃত বটবৃক্ষেরও বড়

¯েœহ মায়ামমতা ছড়িয়ে দিয়েছিলে

বসন্ত-শরৎ-হেমন্ত-বর্ষা-শীতে।

তোমার ¯েœহের বাতাসে

দীর্ঘ পথ পাড়ি দিয়ে

শিক্ষা-সংস্কৃতি-নৈতিক শিক্ষা নিয়ে

এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে

ঋদ্ধ হয়েছি নিজে।

তোমার সাহস পেয়ে 

রাস্তার পাশ থেকে টেনে এনেছি

শত পথহারা পথিককে

দিয়েছি পথের আলো।

তোমার আলোয় উদ্ভাসিত

মানবিক মানুষেরা আজও 

দু’হাত তুলে প্রার্থনা করছে

তোমার জান্নাতের আশায়।

তুমি আজ দিগন্তে নেই

নেই আমার খাবার টেবিলে।

তোমার পড়ার টেবিলেও নেই

নেই তোমার ফোনের বাটনে।

আছ আমার মতো শত মানুষের হৃদয়ে।

তুমি বটবৃক্ষের মতো দিগন্তজোড়া

মায়া মমতায় ভরা এক বটবৃক্ষ।

 

স্বাধীন ভূখন্ডে

হাসান নাজমুল

 

তেপান্তর অভিমুখী মন-

ব্যস্ত ক্ষণ ভেঙে দেয় নির্নিমেষ;

দুশ্চিন্তার উদ্দীপনা ভেঙে 

আমার চোখও বসে থাকে-

সরষে ক্ষেতের আলে;

সহজ হৃদয় কঠিন সময় ছেড়ে

কান পেতে শোনে 

নদীজলের বিরহ-প্রলাপ,

অর্থের অংকগুলো সমাধানহীন রেখে

আমার মস্তিষ্ক ছুটে যায় মুক্তির মিছিলে,

আমার প্রতিটি ইন্দ্রিয় স্বাধীনতা নিয়ে

হেঁটে বেড়ায় স্বাধীন ভূখ-ে।

 

এখানে রোদের স্পর্শ নেই

ওহাব মন্ডল

 

কুয়াশা কেটে গিয়ে

উঠে আসে নরম রোদ।

রোদের গায়ে লেখা থাকে

       ফ্যঁকাসে অতীত।

কেউ কেউ

      নরম রোদের ছোঁয়া পায় না।

কুয়াশার  উত্তরী  আগলে রাখে

                  ধোঁয়াটে জীবন।

 

“ফুলের গায়ে রক্তের দাগ”-

 

নিভৃতে শেষ হওয়া-

একটি অসমাপ্ত গল্পের শিরোনাম।

 

কালো ও ঘন কালো

আহমাদ সোলায়মান

 

প্রতিটি ফুল আছে বন্দুক নিয়ে দাঁড়িয়ে

বাগানে চলছে কারফিউ

এক গোধূলি বেলার সময়কে একাকী রেখে

কোন এক রূপসী, যাকে চেয়েছিলো কেউ

আজ মৃত্যুর মত সত্য তার যন্ত্রণা বুকে।

 

যাকে লক্ষ করে হৃদয় গেঁথেছে সুর

কাছে এসেও সে থেকে গেছে বহুদূর

চিৎকারের শব্দে ঝরে গেছে গায়ের সব পাতা

বাতাসে বাতাসে বেজেছে কান্নার সুর

 

জীবন যেন পড়ে আছে আলমারিতে

ভাঁজ পড়া কাপড়ের মতো

ভালোবাসা, মানুষের কাছে যা ভালোবাসা

আমার কাছে তা অনাহারি পথশিশু!

 

রাতেরা জেগে থাকে জলের উপর

চাঁদের ছায়া ঢেউ খেলে বুকের উপর

ঘুম জেগে থাকে অন্ধকারের হৃদয়ে

কিছু রাত কালো আর কিছু ঘন কালো-

এইতো জীবন!

অনলাইন আপডেট

আর্কাইভ