শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লৌহজংয়ে আলোচিত ইব্রাহিম হত্যার প্রধান দু’ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পলাতক

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলোচিত ইব্রাহিম হত্যা মামলার প্রায় একমাস অতিবাহিত হলেও মামলার দু’ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের কাছে তারা পলাতক। আর এ-নিয়ে গতকয়েক দফায় আসামিদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর উদ্দ্যেগে মানববন্ধন করেও কোন সুরাহা পায়নি মামলার বাদী পক্ষ। এদিকে গত ৩০শে আগষ্ট শুক্রবার গ্রেফতার হয় হত্যা মামলার তিন নম্বর আসামি। কিন্তু এ হত্যা মামলার চার্জশিট দেওয়ার আগেই মাত্র ২৫ দিনের ব্যবধানে জামিন পেয়ে বের হয়ে আসে মামলার ৩ নম্বর আসামি রাজিয়া সুলতানা বেগম। অপর দিকে মামলার প্রধান আসামি শামিম (১৮) ও দুই নম্বর আসামি সেলিম (২৪) প্রকাশ্যে দিনের আলোতে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের কিছুতেই খুঁজে পাচ্ছে না। যার ফলে মামলার বাদী নিহত ইব্রাহিমের স্ত্রী লিমা আক্তার চরম ক্ষোভ, হতাশা ও সংকায় দিন কাঁটাচ্ছে। অবশেষে গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হলদিয়ায় বিক্রমপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেন নিহত ইব্রাহিমের স্ত্রী লিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলো নিহত ইব্রাহিমের শ্বাশুড়ি সাহিদা বেগম, লিমার বড় ভাই রুবেল হোসেন, মো. হারুন শেখ, তাসলিমা বেগম। উল্লেখ্য, গত ৩০ আগষ্ট বিকেলে জমিজমা ও পাওনা টাকার জেরে আপন দুই ভাগ্নে শামীম ও সেলিমের লাঠির (গাছের ডাল) আঘাতে এ হত্যাকান্ড সংঘটিত হয়। মামলায় ওই দুইজনসহ তাদের মা রাজিয়া সুলতানা বেগমকে আসামী করা হলে শুধু মাত্র সুলতানা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে, ২৫ দিনের মাথায় সুলতানা জামিনে বের হয়ে আসে। বাকী দু’আসামী প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন মামলার বাদী লিমা আক্তারসহ উপস্থিত অনেকেই।

অনলাইন আপডেট

আর্কাইভ