শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাটোরের গৃহবধূ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

নাটোর সংবাদদাতা, ২৩ সেপ্টেম্বর: নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ পিংকি বেগম হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার বাজিতপুর স্কুল মোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, নিহত পিংকির বাবা আবুল কালাম আজাদ, জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজেদুর রহমান, মীরা বেগম, তরুণ সংগঠনের সভাপতি রাজিবুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর উপজেলার রহিমানপুর এলাকার স্বামীর বাড়ি থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা পিংকি বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পরে হত্যা মামলা দায়ের হলে পিংকির স্বামী পুলিশ সদস্য মাসুম আলীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখাচ্ছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানান বক্তারা। অভিযুক্ত মাসুম আলী জয়পুরহাটের কালাই থানার গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ