শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শিশু সিদ্দিকুরের চিকিৎসায় মায়ের সাহায্যের আবেদন

সিদ্দিকুর রহমান। বয়স ৭ বছর। সানরাইজ স্কুলের ২য় শ্রেণির ইংরেজি মাধ্যমে পড়ালেখা করছে। সে প্রায় ১ বছর ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছে। প্রফেসর ডা. এহতেহশামুল হকের কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে আসছে। দীর্ঘ সময় কিডনি সংক্রান্ত জটিলতায় তার একটি কিডনি অকেজো হয়ে গেছে যা দ্রুত প্রতিস্থাপন প্রয়োজন। এরই মধ্যে অন্যটিও ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়েছে। বর্তমানে ওষুধ ও ডায়ালাইসিসের মাধ্যমেই সে বেঁচে আছে। কিন্তু বর্তমানে তার মাতার পক্ষে ব্যয় বহন, চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। প্রায় বছর খানেক আগে তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে তার মা একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন। তা থেকে যা বেতন পান তা খুবই সামান্য। এই টাকায় সংসার চালানোই যেখানে দূরহ, সেখানে ছেলের চিকিৎসা চালানো ও কিডনি প্রতিস্থাপনের জন্য যে ৫ লাখ টাকা প্রয়োজন তা সংগ্রহ করা তার পক্ষে এক প্রকার অসম্ভব তা বলার অপেক্ষা রাখে না। তাই সমাজের বিভিন্ন উদার মনের সম্পদশালী ব্যক্তিবর্গ, বিভিন্ন সহায়তা দাতা প্রতিষ্ঠানের নিকট এতিম ছেলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য তার মা সবিনয় অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা : খাদিজা পারভিন, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, তেজগাঁও, ঢাকা। সঞ্চয়ী হিসাব নং ২২৭১৫১০১২৩৫৬০। যোগাযোগ : ০১৯০৮০৮২২৭৭ (বিকাশ)। বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ