শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

‘গ্রাম হবে শহর’ ঘোষণা

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) : (২৩ সেপ্টেম্বর) ‘গ্রাম হবে শহর’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা গ্রামকে জেলার প্রথম গ্রাম হিসেবে শহরে রূপান্তরের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ‘গ্রাম হবে শহর’ ইশতেহারের আলোকে জিয়ালা গ্রামে শহরের সব সুবিধা নিশ্চিত করা হবে। এখানকার পরিবেশের উন্নয়নে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরও  বলেন, ২০৪১ সালে দেশের অবস্থান যে পর্যায়ে পৌঁছাবে, তার সবকিছুই আমরা জিয়ালা গ্রামে সবার আগে নিশ্চিত করতে চাই। কিন্তু সেজন্য জিয়ালা গ্রামের মানুষকে এগিয়ে আসতে হবে। জিয়ালা গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে তালার জিয়ালা গ্রামে দুগ্ধ প্রক্রিয়াকরণ বিষয়ে আয়োজিত এক উদ্ধ্দ্ধুকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আবাধর রহমান প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ