শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বের করে দেওয়ার আগেই ধোনির চলে যাওয়া উচিত - গাভাস্কার

আবারও মহেন্দ্র সিং ধোনির অবসর বিষয়ক বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার জানিয়েছেন, অস্ট্রেলিয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের জায়গা করে দেওয়ার জন্য এখনই সময় ‘ধোনির বাইরে তাকানোর’। ‘আজ তক’ নামের এক ভারতীয় চ্যানেল গাভাস্কারকে জিজ্ঞেস করা হয়েছিল, সামনে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধোনিকে দলে রাখা উচিৎ কিনা। 

জবাবে তিনি জানান, তার স্কোয়াডে ধোনিকে নয় রিশভ পান্তকে রাখবেন তিনি। গাভাস্কার সেই সাক্ষাৎকারে বলেন, ‘না, আমাদের বাইরে তাকাতে হবে। মহেন্দ্র সিং ধোনিকে আমার দলে নেবো না। আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলেন, আমি নিশ্চিতভাবে রিশভ পান্তকে নিয়ে চিন্তা করবো।’ 

পান্ত যদি ভাল না করে তবে সঞ্জু স্যামসনকে বিকল্প অপশন হিসেবে বেছে নেওয়ার কথা জানান গাভাস্কার, ‘আমার যদি বিকল্প অপশন প্রয়োজন হয়, তাহলে আমি সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তা করবো। ইন্টারনেট 

অনলাইন আপডেট

আর্কাইভ