শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বায়ু দূষণে সপ্তম ঢাকা

স্টাফ রিপোর্টার: ঢাকার বাতাসের মানের চরম অবনতি হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল বুধবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সবচেয়ে খারাপের দিক দিয়ে বিশ্বে সপ্তম অবস্থানে পৌঁছেছে ঢাকা। সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকা ১৪৪ স্কোর নিয়ে এ অবস্থানে আসে, যা বাতাসের মানের দূষিত অবস্থার ইঙ্গিত দিচ্ছে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে ঢাকা। গ্রীষ্মকালে এ শহরে বায়ু দূষণ চরমে উঠলেও বর্ষায় অবস্থার কিছুটা উন্নতি হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ