শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গাজীপুরে ৬‘শ ৯১ মেধাবী শিক্ষার্থী পেল প্রায় ৭৪ লাখ টাকা

গাজীপুর সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত গাজীপুরের ৬‘শ ৯১ জন মেধাবী শিক্ষার্থীকে ৭৩ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওই চেক প্রদান করা হয়। গাজীপুর জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহর, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম, তাসলিমা রহমান, রাশিদা খানম, আবুল খায়ের, আসমা খাতুন, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রীনা পাভিন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন ঊর্মী, স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র সাজিদুর রহমান নয়ন প্রমূখ। প্রধান অতিথি জানান, জেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং তাদের দক্ষ করে তুলতে প্রতিবছর এ বৃত্তিপ্রদান করা ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের আয়োজন করা হয়। এবার ২০১৮-২০১৯ অর্থবছরে ৬‘শ ৯১ জন মেধাবী শিক্ষার্থীকে ৭৩ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ২০১৮-২০১৯অর্থ বছরে কম্পিউটারে ৩ হাজার ১‘শ ৬০ জন, আউট সোর্সিং-এ ১ হাজার ১‘শ ৪০ জন, ড্রাইভিংয়ে ১ হাজার ৯‘শ ২৪ জন, গার্মেন্টস-এ ২ হাজার ২‘শ ৮০ জন, লেদার টেকনোলজিতে ১ হাজার ৬‘শ ২৫ জন, সেলাই,ব্লক ও বাটিকে ৯‘শ ৬০ জন, মৌচাষে ৯‘শ ৭০ জন, ইলেক্ট্রিক ওয়ারিং ও মেরামতে ২‘শ ১৫ জন, ওয়েল্ডিংয়ে ১‘শ ৪৫ জন সহ মোট ১২ হাজার ৪‘শ ১৯ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম জানান, এবার কলেজ পর্যায়ে প্রতিজনকে ১০ হাজার টাকা, ¯œাতক কলেজ পর্যায়ে প্রত্যেককে ১২ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়/মেডিকেল/কৃষি/প্রকৌশল বিশ^বিদ্যালয়ে অধ্যনরত প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। তবে আগামীতে এর পরিমাণ আরো বাড়ানো হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ