বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

দিনাজপুরে নারী শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা, ১১ সেপ্টেম্বর: সারাদেশে নারী শিশু ধর্ষণ ও ন্যায় বিচারের দাবীতে জেএসকেএস এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ভূষিরবন্দর নামক স্থানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ নারী শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কমূসূচীর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি ১১নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কুমার সাহা বলেন, পত্রিকার পাতায় প্রতিদিন নারী শিশু ধর্ষণের সংবাদ প্রকাশ হচ্ছে। এতে অভিভাবকরা নিজের সন্তানদের বাড়ির বাহিরে যেতে শংকিত বোধ করছে। জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তাফা কামাল বলেন, নারী শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে। সারা বাংলাদেশের একই চিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এব্যাপারে আমাদের সোচ্চার এবং সচেতন হতে হবে। মানববন্ধন কর্মসূচীতে বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, বর্ণমালা বিদ্যালয়, জনকল্যাণ পাঠাগার ও ক্লাব এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ