বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ছাত্রলীগের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী নিজে দেখছেন -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখছেন। কোন সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা সংশোধনের প্রশ্ন আসলে প্রধানমন্ত্রী নিজেই করবেন।’
গতকাল বুধবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের আগাম সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোন সিদ্ধান্ত পাইনি। বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয়। পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করছেন। দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশুনার দায়িত্ব দিয়েছেন। তবে সিদ্ধান্ত আকারে কোন কিছু না আসলে আমি কিছু বলতে পারি না।’
ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, ‘দলের ভেতরে খারাপ কাজ হলে, শৃঙ্খলা ভঙ্গ হলে কাউকে তিরস্কার করার পক্ষে আমি। আবার ভালো কাজের পুরস্কারও দেয়া উচিত।’
প্রসঙ্গত, ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী বিদ্যমান ‘কমিটি ভেঙ্গে’ দিতে বলেছেন বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে।
পদ্মা সেতুর টোল সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সেতুর নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে।’
মহাসড়কে টোল আরোপের বিষয়ে মন্ত্রী বলেন, যাত্রীবাহীসহ সব গাড়িকেই টোল দিতে হবে। পৃথিবীর সব দেশেই রাস্তা ব্যবহারে টোল দিতে হয়। কোন মহাসড়কে কত এবং কোন গাড়ির জন্য কত টোল ধার্য হবে সে বিষয়টি একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে।
তবে সব মহাসড়কে টোল বসানো হবে না জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো ৪, ৬ এবং ৮ লেন সড়ক আছে বা নতুন করে হবে আপাতত সেগুলোতেই আমরা টোল আরোপের চিন্তা-ভাবনা করছি।
ভারতের জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) বিষয়ে বিজেপির সভাপতি আসামে গিয়ে বলেছেন, তালিকায় যাদের নাম আসেনি, তারা কেউ ভারতে থাকতে পারবে না। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিজেপির সভাপতি আসামে গিয়ে কী বলেছেন, সেটা আমরা বিবেচনায় নেয়ার আগে, আমাদের ভারত কী বলছে, আমরা সেটাকেই বিবেচনায় নেব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে বলেছেন, আমাদের এ বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আমরা সেটা ধরেই অগ্রসর হচ্ছি। তিনি বলেন, অবৈধ বাসিন্দা নিয়ে অমিত শাহের বক্তব্যে উদ্বিগ্ন নয় বাংলাদেশ।
রংপুর নির্বাচনে সব দল অংশ নিচ্ছে। সেখানে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ার কথা উঠেছে। এমন কোনো সম্ভাবনা আছে কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা অফিসিয়ালি আসনটি যদি আমাদের কাছে চায়, সেটা অবশ্যই আমরা পরবর্তী সময়ে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত নৌকার প্রার্থী আছে। পরবর্তী সময়ে ছাড় দেয়ার বিষয় আসলে, তখনকার বিষয় তখন দেখা যাবে। আপাতত আমরা নৌকা নিয়েই অংশ নিচ্ছি।

অনলাইন আপডেট

আর্কাইভ