শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফিরেছেন ফুটবলাররা পরবর্তী পরিকল্পনা তৈরিতে বসছে আজ বাফুফে

স্পোর্টস রিপোর্টার: আফগানিস্তানের বিরুদ্ধে হার দিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করা জাতীয় ফুটবল দল গতকাল বুধবার  বিকেলে ঢাকায় ফিরেছে। হাতে দীর্ঘ এক মাস। ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল কাতার। এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথমেই হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। যারা প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে।কাতারের বিরুদ্ধে মাঠে নামার আগে জাতীয় দলের পরিকল্পনা সাজাতে আজ বৃস্পতিবার সভায় বসছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। দ্বিতীয় ম্যাচ সামনে রেখে কবে ক্যাম্প শুরু হবে।কোনো প্রস্তুতি ম্যাচ খেলানো হবে কিনা জামাল ভূঁইয়াদের, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে সভায় বসছে ন্যাশনাল টিমস কমিটি। সভায় কোচ জেমি ডে থাকবেন। মঙ্গলবার রাতে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে ১ গোলের হারটা অনেকের চোখে স্বাভাবিক। বিকেলে ঢাকায় পা রেখে সেই আক্ষেপের কথা বেরিয়ে এসেছে দলের প্রধান স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের কন্ঠ থেকে, ‘আমাকে যেভাবে ফেলে দেয়া হয়েছে, তা ছিল নিশ্চিত পেনাল্টি। পেনাল্টির আবেদন করেছিলাম। কিন্তু চীনের রেফারি সে আবেদন আমলে নেননি। কেউ কেউ আমাকে দোষ দিচ্ছেন। কিন্তু আমার কিছু করার ছিল না।’খেলোয়াড়দের মধ্যে ম্যাচ নিয়ে আক্ষেপ ও হা-হুতাশ থাকলেও কোচ সবাইকে সেটা ভুলে যেতে বলেছেন। তবে ভুলতে বলেননি আফগানিস্তানের বিরুদ্ধে যে ভুলত্রুটিগুলো হয়েছে সেগুলো। সেখান থেকে শিক্ষা নিতে বলেছেন জেমি ডে। যা পরের ম্যাচগুলোতে কাজ লাগবে মনে করেন এই বৃটিশ কোচ।

অনলাইন আপডেট

আর্কাইভ