বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

গাজীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট দু’গৃহবধূ

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে রবিবার বিকেলে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারী চালিত অটোরিক্সাভ্যানের আরোহী দু’গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে। নিহতরা হলো- কালিয়াকৈর উপজেলা কামরাঙ্গাচালা এলাকার ইউনুস আলীর স্ত্রী তসিরন বেগম (৫০) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পূর্ব পাড়া এলাকার রুবেলের স্ত্রী আয়েশা আক্তার ওরফে আলেয়া (২৫)। 
সালনা হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান ও এলাকাবাসি জানায়, রবিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থেকে ব্যাটারী চালিত একটি অটোরিক্সা ভ্যানে চড়ে আলেয়া (২৫), তসিরন বেগম (৫০) ও তসিরনের ছেলে আল-আমিন (২৫) কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় যাচ্ছিল। পথে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় পৌছলে একইদিকে গামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ওই রিক্সাভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রিক্সা ভ্যান আরোহী ওই তিনজন মহাসড়কের উপর ছিটকে পড়ে এবং রিক্সাভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলেয়া ও তসিরন নিহত ও আল-আমিন সামান্য আহত হয়। এঘটনায় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করলে প্রায় আধা ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ সফিপুর এলাকা থেকে চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ