শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

টানা দ্বিতীয় জয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের

স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দল ডাকওয়ার্থ-লুইস মেথডে পাপুয়া নিউগিনি নারী দলের বিপক্ষে জয় পায় ৬ রানে। আগের দিন প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে। ফলে টানা দিুই ম্যাচে জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর ফলে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশের মেয়েরা। গতকাল জয়ের জন্য শেষ ওভারে পাপুয়া নিউগিনি নারী দলের দরকার ছিল ১১ রান। এই স্পিনারের শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে পাপুয়া নিউগিনি নিতে পারে মাত্র ৪ রান। তাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ডাকওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশ পায় ৬ রানের জয়। স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ছিল বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে শনিবারের সূচি রিজার্ভ ডে’তে গড়ায় গতকাল। এর মধ্যে অবশ্য বাংলাদেশ মাঠে নামার সুযোগ পেয়ে যায় রবিবারই, যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে নেয় তারা। গতকালও বৃষ্টির কবলে পড়েছিল বাংলাদেশ-পাপুয়া নিউগিনির ম্যাচ। নির্ধারিত সময়ের অনেকটা সময় পর খেলা শুরু হলে ম্যাচের ব্যাপ্তি কমে দাঁড়ায় ১৭ ওভার। ফর্টহিলে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের মেয়েরা সেই ওভারও শেষ করতে পারেনি! ১৬.৩ ওভারে ৮ উইকেটে ১০৩ করার সময় আবারও বৃষ্টি নামলে ওখানেই শেষ হয় সালমা খাতুনদের ইনিংস। এবারের বৃষ্টির বাগড়াও ছিল লম্বা সময়। তাই ডাকওয়ার্থ-লুইস মেথডে পাপুয়া নিউগিনির লক্ষ্য ঠিক হয় ৮ ওভারে ৫৯। যে লক্ষে খেলতে নেমে তারা করে পেরেছে ৫ উইকেটে ৫২ রান। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের টপ অর্ডার একেবারেই সুবিধা করতে পারেনি। ওপেনার সানজিদা ইসলাম ৩২ বলে ১৯ রান করলেও ব্যর্থ হয়েছেন আয়েশা রহমান ৪ রান, নিগার সুলতানা (৬), রিতু মনি ৩ রান, শায়লা শারমিন ৫ রান ও ফারজানা হক  ১১ রান। এরপরও বাংলাদেশের রান ১০০ ছাড়ায় ফাহিমা খাতুনের দুর্দান্ত ব্যাটিংয়ে। সাত নম্বরে নেমে ১৮ বলে ৫ বাউন্ডারিতে তিনি খেলেন হার না মানা ৩২ রানের ইনিংস। তার সঙ্গে ৭ বলে ৭ রান করে অপরাজিত থাকেন নাহিদা। বল হাতে এই নাহিদার ভেল্কিতেই বাংলাদেশ পেয়েছে চমৎকার জয়। ২ ওভারে মাত্র ১০ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। বিশেষ করে শেষ ওভারে তার  বোলিং ছিল খুবই কার্যকর। এছাড়া রিতু মনিও অবদান রেখেছেন, ২ ওভারে ৯ রান খরচায় তার শিকার ২ উইকেট। পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ ১২ রান এসেছে তানিয়া রুমার ব্যাট থেকে। এর আগে রোববার প্রথম ম্যাচেই বড় জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডের আরব্রোথ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেহোরায় সালমা-জাহানারারা। ১৯.৫ ওভারে যুক্তরাষ্ট্রকে ৪৬ রানে আটকে দেয় বাংলাদেশ। ফলে জয়ের জন্য বাংলাদেশ পায় ৪৭ রানের সহজ টার্গেট। ব্যাট করতে নেমে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দল ৪৮ রান করে ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। আরব্রোথে লকল্যান্ডসে টস জিতে আগে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র। তৃতীয় ওভারে শুরু হয় তাদের ব্যাটিং বিপর্যয়। নিজের দ্বিতীয় ওভারের প্রথম ও শেষ বলে জাহানারা আলম ফেরান দুই ওপেনার এরিকা রেন্ডলার ৫ রানে ও নাদিয়া গ্রুনিকে ১ রানে। খাদিজা তুল কুবরা তার প্রথম দুই ওভারে অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ ৪ রানে ও সেবানি ভাষ্করকে ৮ রানে বিদায় করেন। সালমার পরপর দুই ওভারে রান আউট হয়ে ফিরে যান অনিকা ওয়ালেরসন ০ ও লিসা রামজিত ২ রান। যুক্তরাষ্ট্রের পক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে রান করা সুগেথা চন্দ্রশেখর ১৫ রান করে রিতু মনির শিকার হন। এরপর নাহিদা আক্তার তার শেষ দুই ওভারে তিন উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে অলআউট করেন। নাহিদা ৩.৫ ওভারে ১ মেডেন সহ ১২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলার। দুটি করে পান জাহানারা ও খাদিজা। একটি পান রিতু। জয়ের টার্গেটে নেমে জিততে বেশি সময় নেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতে জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্য থেকে ৫ রান দূরে থাকতে ভাঙে এই জুটি। সামান্থা রামাউটারের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে আউট হন দুই ওপেনার। ৮ রানে আয়েশা ফেরার পরের বলে সানজিদা বিদায় নেন। ৩৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩০ রান করেন এই ওপেনার। ৪২ রানেই দুই উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশ জিতে যায় ৭০ বল বাকি রেখে। নবম ওভারের দ্বিতীয় বলে নিগার সুলতানা একটি বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন। তিনি ৫ রানে আর রিতু ১ রানে অপরাজিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ