শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

 

স্পোর্টস রিপোর্টার: ফুটবলের পুর্নজাগরণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় কয়েক বছর ধরে দেশের প্রায় সব প্রাইমারী স্কুলের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু’ ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে ‘বঙ্গমাতা’ (অনূর্ধ্ব ১২-১৫) ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্ট করতে যাচ্ছে।আজ রোববার টাঙ্গাইলে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। গতকাল শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. জাফর উদ্দীন, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে উপজেলা পর্যায়ে ৪৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি, ও জাতীয় পর্যায়ে ৮টি দলের ১,১৩,০৫০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলের ১১৮২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ