শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আমাজনের আগুনের ধোঁয়ায় ব্রাজিলের ফুটবল ম্যাচ বন্ধ

‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজন বন পুড়ছে সপ্তাহখানিক ধরে। মাইলের পর মাইল পুড়ে শেষ হচ্ছে প্রতিদিন। আগুন কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আশপাশে কয়েকশত মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই আগুনের ধোঁয়া।

সেই ধোঁয়ায় ব্রাজিলের এক ফুটবল ম্যাচ বন্ধ হয়ে যায়। রিও ব্রাঙ্কোর এক স্টেডিয়ামে এ দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় একটি ফুটবল ম্যাচ বন্ধ করতে হয়। খেলোয়াড়দের নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হওয়ায় কর্তৃপক্ষ ম্যাচ বন্ধ করে দেন। মাঠেই একাধিক ফুটবলার ও কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। ব্রাজিলের তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয় অ্যাথলেটিকো অ্যাক্রেয়ানো ও লুভেরডেন্স। ম্যাচ শুরু হতেই পুরো স্টেডিয়াম ধোঁয়ায় ছেয়ে যায়। ফলে প্রায় ৭ মিনিট খেলা বন্ধ থাকে। অবশ্য ম্যাচ শুরুর আগেই অ্যাম্বুলেন্সের অভাবে খেলা শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। ম্যাচ শুরুর ৬ মিনিট পর আবার ধোঁয়ার কারণে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য তিন দফায় এই ম্যাচ শেষ করা যায়। লুভেরডেন্সকে ৩-২ গোলে হারায় অ্যাথলেটিকো।

অনলাইন আপডেট

আর্কাইভ