শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল-হালেপ

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে তিনবারের চ্যাম্পিয়ন নাদাল ৬-৩, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান টেনিস তারকা জন মিলম্যানকে। ইউএস ওপেনের গত আসরে কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মিলম্যান। প্রথম সেটে প্রতিপক্ষ কিছুটা লড়াই করতে পারলেও পরের দুই সেটে ঠিকই আধিপত্য দেখিয়েছেন তিনি। পরের ম্যাচে দ্বিতীয় বাছাই নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ওয়াইল্ড কার্ডধারী থানাসি কোকিনাকিস। এদিকে মেয়েদের ওপেনে মার্কিন টেনিস তারকা নিকোল গিবসকে ৬-৩, ৩-৬, ৬-২ গেমে হারিয়েছেন উইম্বল্ডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। রোমানিয়ান চতুর্থ বাছাই গত দু’বারের মতো এবারও প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার ঝুঁকিতে ছিলেন। কিন্তু দ্বিতীয় সেট হারার পর শেষ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন। হালেপের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ মার্কিন বাছাই টেইলর টাউনসেন্ড। এবারের আসর জিততে পারলে ইতিহাসে নাম লেখা হয়ে যাবে হালেপের। ২০১২ সালে সেরেনা উইলিয়ামস উইম্বলডন জেতার পর ইউএস ওপেন জেতার কীর্তি গড়েছিলেন। একই কাতারে নাম লেখাতে অবশ্য এখনও অনেকটা পথে পাড়ি দিতে হবে হালেপকে। এদিকে অবাছাই থমাস ফ্যাবিয়ানোর কাছে ৬-৪, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হেরে বিদায় নিয়েছেন ছেলেদের টেনিসের চতুর্থ বাছাই ডমিনিক থিয়েম। ফলে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন এবারও অধরা রয়ে গেল চলতি বছর ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ফেদেরারকে হারিয়ে দেওয়া অস্ট্রেলিয়ান টেনিস তারকার।

অনলাইন আপডেট

আর্কাইভ