শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা

খুলনা অফিস : খুলনার দাকোপে বিষ দিয়ে সুন্দরবন থেকে মাছ ধরার অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় উদ্ধারকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।  

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, দাকোপের বানিশান্তা নৌ পুলিশ গোপন সংবাদে জানতে পারে যে, সোমবার দুপুর ১২ টায় সময় বানিশান্তা ইউনিয়নের ভোজনখালী গ্রামের মুজিবুর মিস্ত্রীর ছেলে বিল্লাল মিস্ত্রী (৩৫) এবং গোলাম শেখের ছেলে জাহিদ শেখ (৩৫) দুই জনে সুন্দরবন থেকে বিষ দিয়ে চিংড়ি মাছ ও সাদা মাছ ধরে ভোজন খালী নিয়ে যাওয়ার পথে নৌ পুলিশ তাদেরকে মাছসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াদুদ’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ধৃত ব্যক্তিদ্বয় স্বীকার করে যে তারা বিষ দিয়ে মাছ স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালত বিল্লাল মিস্ত্রী ও জাহিদ শেখকে পৃথকভাবে তিন হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

অনলাইন আপডেট

আর্কাইভ