শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

র‌্যাঙ্কিং নিয়ে চিন্তায় নিউজিল্যান্ড

বিশ্বকাপ ফাইনালে অদ্ভুত নিয়মে হারের পর থেকে সময়টা একেবারে ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে ০-১এ পিছিয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে।কেন উইলিয়ামসনের দলের সামনে লক্ষ্য দুটো। প্রথমত, সিরিজ বাঁচানোর লড়াাই। একইসঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে টিকে থাকার লড়াইও থাকবে কিউইদের। সিরিজে ০-২তে হেরে গেলে র‌্যাঙ্কিংয়েও নেমে যাবে নিউজিল্যান্ড। একে এখন ভারত, তিনে ইংল্যান্ড। এদিকে কলম্বোয় টেস্টের চাবিকাঠি পেসারদের হাতে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লড়াই মূলত ট্রেন্ট বোল্ট, টিম সাউদির সঙ্গে সুরঙ্গা লাকমলের গতির। পি সারা ওভালের মাঠে নিউজিল্যান্ডের ট্র্যাক রেকর্ডও মন্দ নয়। এখানে ন’টা ম্যাচ জিতেছে কিউইরা। হার সাতটিতে। এমন হিসাবের টেস্টে অবশ্য শুরুতেই বাগড়া দিয়েছে প্রকৃতি। খেলার শুরুর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলে গেলেও বৃষ্টির কারণে টসই হতে পারেনি। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ