শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কলারোয়ার খবর

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : পরিকল্পিত ফল চাষ, কৃষিই সমৃদ্ধি, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকালে কলারোয়ায় পর্দা নামলো ৩ তিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার। উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলীর। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমপানী অনুষ্ঠানে উপজেলার সফল ফলদ বৃক্ষ উৎপাদনকারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শানেওয়াজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সম্মননা ক্রেস্ট বিতরণ করেন।
ঈদসামগ্রী বিতরণ
বুধবার সকালে কলারোয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মনজুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা সড়ক পরিহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ.সভাপতি মজনুর রহমান, আব্দুল ওয়াদুদ মন্টু, সহ.সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মুক্তার হোসেন, শরীফুল ইসলাম, সহ.সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
ভিজিএফ’র চাল বিতরণ
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কলারোয়ার উপজেলার যুগখালী ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান রবিউল হাসান,  রিআরডিবির জুনিয়ার অফিসার রাসেল রানা, ইউপি সদস্য বিউটি ইয়াসমিন, মাজেদা পারভীন, মাছুরা খাতুন, আমিরুল ইসলাম, এরশাদ আলী, আব্দুল জলিল, আব্দুর রশিদ, আবুবক্কর সিদ্দীক, আব্দুল জব্বার, মফিজুল ইসলাম, শাহাজান আলী, খোরশেদ আলী প্রমুখ। উল্লেখ্য- যুগিখালী ইউনিয়নে ৮শ’৬৮টি পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়। কলারোয়া পৌর সভার ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল এ চাল বিতরণকার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ৯টি ওয়ার্ডে ৩ হাজার, ৮১টি কার্ডের বিপরীতে ১৫ কেজি করে মাথাপিছু চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-পৌর সচিব তুষার কান্তি দাস।

অনলাইন আপডেট

আর্কাইভ