বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মার্কিন ড্রোন ভূপাতিত ও জাহাজ আটকের প্রশংসা করলেন খামেনী

১৯ আগস্ট, পার্সটুডে : মার্কিন অত্যাধুনিক আরকিউ-৪ এ গ্লোবাল হক ড্রোন ভূপাতিত এবং পারস্য উপসাগর থেকে ব্রিটিশ জাহাজ আটক করার ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে ধন্যবাদ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী।

সর্বোচ্চ নেতার প্রতিনিধি আবদুল্লাহ হাজি-সাদেকি জানান, ড্রোন ভূপাতিত ও ব্রিটিশ তেলবাহী জাহাজ আটকের ঘটনার পর সর্বোচ্চ নেতার কাছে দিক-নির্দেশনা নিতে গেলে তিনি আইআরজিসি’র সদস্যদেরকে ধন্যবাদ পৌঁছে দেয়ার কথা বলেন। সে সময় আয়াতুল্লাহ খামেনী বলেন, আমার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাবেন এবং আরো শক্তি অর্জনের কথা বলবেন। আপনারা উল্লেখযোগ্য মিশন সফল করেছেন।

 

হাজি সাদেকি রোববার পারস্য উপসাগরের কৌশলগত নাজিয়াত এলাকা পরিদর্শনের সময় এ ঘোষণা দেন। চারটি দ্বীপের সমন্বয়ে এ এলাকাটি গঠিত।গত ২১ জুন আইআরজিসি মার্কিন ড্রোন ভূপাতিত করে। এরপর ১৯ জুলাই পারস্য উপসাগর থেকে আটক করে ব্রিটিশ তেলবাহী জাহাজ।

অনলাইন আপডেট

আর্কাইভ