বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বাগমারায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারায় বাচ্চু রহমান (৪০) নামে এক কৃষক সাপের কামড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে ১ সন্তানের জনক। পারিবারি সূত্রে জানা গেছে, বাচ্চু বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে গরুর খাবারের জন্য পালা থকে খড় (পোয়াল) নিতে যায়। এসময় খড়ের মধ্যে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। দংশনের পর বালানগর গ্রামে এক ওঝার কাছে চিকিৎসা নিতে সে যায়। সেখানে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে জেনে বাড়ি ফিরে। বাড়ি এসে কিছু পরে দংশনের জায়গা থেকে জ্বালা-যন্ত্রনা বেড়ে সমস্ত শরীর ছড়িয়ে পড়ে। বেগতিক দেখে তাকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপে কাটার রোগীর কোন ওষুধ ডাক্তার সংগ্রহ করতে পারেনি। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত ১১টার দিকে পথে তার মৃত্যু হয়। গত শুক্রবার বিকালে মরহুমের লাশ জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ