শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ সুরক্ষা অপরিহার্য

এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে “চলো গড়ি সবুজ পৃথিবী” ক্যাম্পেইনের উদ্ভোধন উপলক্ষে চট্টগ্রামের পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ৪ আগস্ট ৫০০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ আবু তালেব বেলাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরাম’র মানসম্মত শিক্ষা কর্মসূচীর শুভেচ্ছা দূত, শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির। অতিথি আলোচক ছিলেন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরীর সহকারী পরিচালক সংযুক্তা দাস গুপ্তা, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সমাজকর্মী নেছার আহমেদ খান, প্রতিষ্ঠানের সহকারী প্রধানশিক্ষক মানিক চন্দ্র বৈদ্য, ইকো ফ্রেন্ডস’র সাংগঠনিক সম্পাদক কাইয়মুর রশিদ বাবু, তারেক হোসেন সাগর, মিজানুর রহমান, শফিউল ইসলাম, হাফেজ আবদুল্লাহ আলম মারুফ, ইফতেখার হোসেন প্রমুখ। শিক্ষক আছেফুর রহমান ফারুকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে শামসুদ্দিন শিশির বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ সুরক্ষা প্রধান অনুষঙ্গ। আমাদের বাঁচার স্বার্থেই পরিবেশকে সুস্থ্য রাখা অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতার অস্তিত্ব ও পৃথিবীর ভারসাম্যতা হুমকির পথে। বাসযোগ্য পৃথিবী গড়তে ও মানসভ্যতার সুনিপুন ক্রমবিকাশে নির্মল পরিবেশের প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে ডেঙ্গুসহ যে সমস্ত মারাত্মক রোগব্যাধি ছড়িয়ে পড়ছে তার অন্যতম কারণ পরিবেশ দূষণ, বৃক্ষ নিধন। আমাদেরকে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ