শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

গতকাল ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বঙ্গবন্ধু এবং ইসলাম বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শওকত আরা হোসেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং শাব্বির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।  সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযুদ্ধের মহান রূপকার এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হতে পেরেছি। প্রধান আলোচক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন শোক দিবস উপলক্ষে কর্মসূচী গ্রহণের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে ব্যাংকের পক্ষ থেকে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল আয়োজনের পাশাপাশি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ পরিধান করেন এবং দিবসটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ