শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভুয়া চিকিৎসকের জরিমানা

নীলফামারী সংবাদদাতা: জলঢাকা উপজেলায় জাহাঙ্গীর আলম(৪০) নামে এক ভুয়া চিকিৎসকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার  সুজাউদ্দৌলা। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
জলঢাকা উপজেলা বাজারের বারী মার্কেটের নিচ তলায় বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুসদ রেজি নম্বর ৬৯ ও ডাঃ জাহাঙ্গীর আলম লিখে বিশাল সাইনবোড ঝুলিয়ে ওই ভুয়া ডাক্তার চেম্বার খুলে বসে। এলাকার অনেক রোগী তার কাছে দাঁতের চিকিৎসা নিতে এসে আরো জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালালে কথিত ডাঃ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। তিনি তার দোষ ও ভুল স্বীকার করায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল-২০১০ সালে আইনে ২৯ ধারায় জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও তার চেম্বাররটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অনলাইন আপডেট

আর্কাইভ