শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘ব্যাক টু ব্যাক সেঞ্চুরি’ করে স্টিভ ওয়াহর পাশে স্মিথ

চলতি অ্যাশেজ সিরিজে বার্মিংহামের এজবাস্টনে ইংলিশ বোলারদের শাসন করে ‘ব্যাক টু ব্যাক সেঞ্চুরি’ হাঁকিয়েছেন স্টিভ স্মিথ। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহকে স্পর্শ করলেন স্মিথ। ১৬ মাসের নির্বাসন শেষে টেস্ট ক্রিকেটে ফিরেই নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে টিম অস্ট্রেলিয়ার সব ভার নিজ কাঁধে তুলে নিয়ে খেলেন অবিশ্বাস্য এক ইনিংস। ১৪২ বছরের টেস্ট ইতিহাসের ৮৫ নম্বর ক্রিকেটার হিসাবে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। অ্যাশেজ সিরিজে সবচেয়ে বেশি ১৯টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। ১২টি সেঞ্চুরি করে দ্বিতীয় পজিশনে জ্যাক হবস। আর ১০টি সেঞ্চুরি করে যৌথভাবে তৃতীয় পজিশনে স্টিভ ওয়াহ ও স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৪২ রানে। ৬৫ টেস্ট ক্যারিয়ারে এটা স্মিথের ২৫ নম্বর সেঞ্চুরি। সাবেক অধিনায়কের উভয় ইনিংসের সেঞ্চুরিতে ভর করে টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের করে নিচ্ছে অস্ট্রেলিয়া। ২০০২ সালে ম্যাথু হেডেনের পর দ্বিতীয় অজি ব্যাটসম্যান হিসেবে একই অ্যাশেজ টেস্টে জোড়া শতকের স্বত্বাধিকারী হলেন তিনি। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ