বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফেরিওয়ালাদের দেয়া চিপস খেয়ে ১৫ স্কুল শিক্ষার্থী অসুস্থ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেরিওয়ালাদের  দেয়া চিপস খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। গুরুতর অসুস্থ্য ৮ শিশু শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত মশিউর রহমান, রফিকুল ইসলাম, আশ্রাফুল নামের তিন ফেরিওয়ালারকে আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ৩ হাজার টাকা এবং ফেরিওয়ালাদের আশ্রয়দাতা কবির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে ।
জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫/২০ শিক্ষার্থীরা সম্প্রতি টার দিকে বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলাধুলা করছিল। এ সময় তিন ফেরিওয়ালা এসে চতুর্থ শ্রেণীর ছাত্রী মারিয়ার হাতে দুই প্যাকেট চিপস দেয় এবং সবাইকে বিতরন করে দিতে বলে। মারিয়া এ চিপস খেলাধুলারত সকল শিক্ষার্থীর হাতে বিলিয়ে দেয়। ওই চিপস খাওয়ার সাথে সাথে পেটে ব্যথা, বমি ও মাথা ঘুরিয়ে অচেতন হয়ে পরে। খবর পেয়ে স্বজনরা বিদ্যালয়ে ছুটে আসে। স্বজনরা গুরুতর অসুস্থ মৌসি, কারিমা আক্তার, মিষ্টি, বৃষ্টি, মারিয়া আক্তার, সুমাইয়া, সাবিনা, জান্নাতিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অপর অসুস্থ্য মারিয়া, আমিনুর, আশিক ও আনিকাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এরা সকলে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনার পরপরই বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়রা ফেরিওয়ালা মশিউর রহমান নামের একজন আটক করে পুলিশে দেয়। অপর দুইজন জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওইদিন দুপুর দুইটার দিকে আমতলী ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ঘটনাস্থলে যান। এ ঘটনার সাথে জড়িত মশিউর রহমান, রফিকুল ইসলাম, আশ্রাফুল নামের তিন ফেরিওয়ালারকে ৩ হাজার টাকা এবং ফেরিওয়ালাদের আশ্রয়দাতা কবির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। এবং একই সাথে তিন ফেরিওয়ালাকে দ্রুত আমতলী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে এ ঘটনার পরপর বিদ্যালয় অভিভাবক ও এলাকার লোকদের মাঝে কল্লাকাটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ