শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ডেঙ্গু প্রতিরোধের মূল কাজ এডিস মশার বিস্তার রোধ

খুলনা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, এখনই সরকার, সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্ব-স্ব ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে ডেঙ্গু প্রতিরোধ করা অতীব জরুরি। ডেঙ্গু শুধু খুলনা বা রাজধানী ঢাকায় নয় সারাদেশে মহামারী আকার ধারন করেছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল কাজই হল এডিস মশার বিস্তার রোধ করা। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানসমূহকে পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল অবস্থায় আমাদের বাড়ি-ঘর, উঠোন, বাড়ির ছাদ ও পার্শ্ববর্তী এলাকা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে এবং ধুপ জ্বালাতে হবে সকাল-সন্ধ্যা। ডেঙ্গু জ্বরের লক্ষণসমুহ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। বেশী পরিমাণে তরল খাবার, ডাবের পানি ও ফলের রস খেতে হবে। জ্বরের মাত্রা বেশি ও অবস্থা খারাপ মনে হলে রোগীকে বাসায় না রেখে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য হাজারও ব্যর্থতার মাঝেও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তায় সু-দৃষ্টি দিতে বর্তমান সরকারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। সর্বোপরি মহান রাব্বুল আলামীনের দরবারে আমাদেরকে ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে এ গযব থেকে হিফাজত করুন। আমীন। 
দেশব্যপী ডেঙ্গু জ্বর প্রতিরোধে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকালে আইনজীবীদের মাঝে এবং কোর্ট চত্বরে, উকিল বারে, জজকোর্টসহ আশ-পাশ এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আইনজীবী থানা সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম লিটন, এডভোকেট মনিরুল ইসলাম পান্না, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সেক্রেটারি মোশাররফ হোসেন আনছারী, সিনিয়র আইনজীবী এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট ফিরোজ কবির, এডভোকেট আব্দুল হাকিম, এডভোকেট আওসাফুর রহমান, এডভোকেট লিয়াকত হোসেন, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, এডভোকেট মো. কামাল হোসেন, এডভোকেট জামাল উদ্দীন প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ