শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

নিজ দেশের কোচ হতে চান ওয়ালশ

বিশ্বকাপের পর চুক্তি মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যার ফলে এখন ফাঁকাই আছেন টাইগারদের সদ্য-সাবেক ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। দেশে ফিরে অবশ্য চাকরি খোঁজা শুরুও করেছেন। জানাচ্ছেন, ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হতে খুবই আগ্রহী তিনি। ২০১৬তে বাংলাদেশের পেস-বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ওয়ালশ। ইংল্যান্ড বিশ্বকাপের পর তার সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ দেখায়নি বিসিবি। এই অবস্থায় নিজের ইচ্ছার কথা প্রকাশ করতে দেরি করেননি ক্যারিবীয় সাবেক অধিনায়ক। ‘বাংলাদেশ দলের সাথে আমার চলাটা বেশ ভালোই ছিল এবং বিশ্বাস করি এখন আমার দেশে ফেরার সময় এসেছে। 

আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট করে দিয়েছিলাম যে বিশ্বকাপের পরে আমাকে আর পাওয়া যাবে না। ওয়েস্ট ইন্ডিজ সবসময়ই আমার মনে ছিল এবং বিশ্বাস করি, এই নতুন খেলোয়াড়দের নিয়ে আমি দুর্দান্ত অবদান রাখতে পারব।’ দ্য জ্যামাইকান গ্লেনারকে ওয়ালশ বলেছেন এমনই। ২০০১ সালে অবসর নেয়ার পর থেকে ওয়ালশ ক্রিকেটে বিভিন্ন রকমের ভূমিকা রেখেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ