শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ব্রাজিলের প্যারা রাজ্যে কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গায় নিহত ৫২

৩০ জুলাই, বিবিসি, সিএনএন : ব্রাজিলের আলতামিরা কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই দল বন্দীর মধ্যে সোমবার সকাল থেকে টানা ৫ ঘন্টা ধরে এ লড়াই চলে। কারাগার কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্লকের বন্দীরা অন্য ব্লকের বন্দীদের উপর চড়াও হলে এ হতাহতের ঘটনা ঘটে। কারা কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ১৬ জনকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। বাকিরা কারাগারের একটি অংশে আগুন দেয়া হলে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। দাঙ্গার সময় জিম্মি করা দুই কারা কর্মকর্তা মুক্তি পেয়েছেন। দাঙ্গায় জড়িত দুই প্রতিদ্বন্দ্বী কারাবন্দী দলের নাম জানায়নি কর্তৃপক্ষ।

ব্রাজিলের আলতামিরা কারাগার দু’শো বন্দী থাকার উপযোগী হলেও সেখানে ৩০৯ জন বন্দী রাখা হয়েছে যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। ২০১৭ সালে জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দী নিহত হয়েছিলো। এছাড়া, গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনে দাঙ্গায় নিহত হয়েছিলো ৫৫ জন।

অনলাইন আপডেট

আর্কাইভ