বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সিরাজগঞ্জে ইট বিছানো ডাইভারশনটি তলিয়ে গেছে ॥ সড়ক যোগাযোগ বন্ধ

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ  পানি উন্নয়ন বোর্ডের পরামর্শ মোতাবেক  বিদ্যমান বাঁধের উচ্চতায় ডাইভারশন রোড নির্মাণ করছে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান। ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কে বাঐতারা রেগুলেটরকে বিদ্যমান রেখে তার উপরে ব্রিজ নির্মাণ করছে সড়ক বিভাগ। সড়ক যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে নির্মাণ করে ডাইভারশন রোড। এর টপ লেভেল নিচু (১২.৫০ মিটার) হওয়ায় শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল পানি উন্নয়ন বোর্ড। চলতি বন্যায় তাদের নির্মিত  ইট বিছানো ডাইভারশনটি তলিয়ে গেছে। ফলে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার প্রকোপ বৃদ্ধির কারণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত লেভেলে উন্নীত করে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু করার প্রয়োজনে ঠিকাদারের উদ্দেশ্যে পত্র জারী করেছে সড়ক বিভাগ। জনদূর্ভোগ লাঘবে কাজটির সার্বিক অগ্রগতি সরাসরি মনিটরিং করছেন কবির বিন আনোয়ার, সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়।

অনলাইন আপডেট

আর্কাইভ