শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বিসিবিতে নির্বাচক প্যানেলে পরিবর্তনের আভাস

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। এই প্যানেলের সাথে বোর্ডের চুক্তি নবায়ন না করার সম্ভবনাই বেশি। আগামী ২৭ জুলাই বোর্ড সভা শেষে নতুন নির্বাচক প্যানেলের নাম ঘোষণা আসতে পারে। এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান নির্বাচক প্যানেলের অধীনে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স অবশ্য উন্নতি হয়েছে। কিন্তু তারপরও তাদের সাথে চুক্তি বাড়াবে না বিসিবি। নান্নু-বাশারকে সরাতে একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বিসিবিতে প্রধান নির্বাচক নান্নু সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি আমাদের প্যানেল গত তিন বছর যথেষ্ট ভালো কাজ করেছে। হাই পারফরম্যান্স (এইচপি) দল নিয়ে আমরা কাজ করেছি, ‘এ’ দলের খেলাও নিয়মিত মাঠে গড়াচ্ছে। জাতীয় দলও ভালো পারফর্ম করেছে। গত এক বছরের পারফরম্যান্স বিচার করে দেখেন প্রায় ৫২.৭% ম্যাচ আমরা জিতেছি। এটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা অর্জন। র‌্যাংকিংয়েও ওপরের দিকে উঠে এসেছি। লঙ্গার ভার্সনের ক্রিকেটাকে নিয়েও আমাদের যে পরিকল্পনা ছিল তাও মাথায় রেখেছি। যদি পুনরায় সুযোগ পাই, অবশ্যই আমরা ভালো কাজ করব। তবে সুযোগ দেবে কী না এটা বোর্ডের নিজস্ব বিষয়।’ নান্নুর অবশ্য আত্মবিশ্বাসী। তাদের প্যানেল আবার সুযোগ পাবে মনে করেন তিনি। আগামী ২৭ জুলাই জানা যাবে কি আছে তাদের ভাগ্যে। ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ সরে দাড়ালে দায়িত্ব পান মিনহাজুল আবেদীন নান্নু। এরপর দ্বিতীয় ও তৃতীয় সদস্য হিসেবে দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন ও সাজ্জাদ আহমেদ শিপন।

অনলাইন আপডেট

আর্কাইভ