শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

কবিতা

সাড়ে তিন হাত মাটির নিচে

আনোয়ার আল ফারুক

 

আর কতটুকু পথ পাড়ি দিলে সুখের দেখা মিলবে?

নাকি পথ চলার মাঝে গতিরুদ্ধ হয়ে জীবনাবসান হবে?

কাক্সিক্ষত সুখ আর কত দূর?

আমি মুসাফির, ঘুরে ফিরে সুখের খোঁজে আজো পথ 

প্রান্তর মাড়িয়ে যাচ্ছি,

পথের যন্ত্রণার নীল দহনে লীন হয়েছি বারবার, 

আশাহত হয়েও ফের ঘুরে দাঁড়িয়েছি, 

অনবরত ছুটে চলছি সমতল অসমতল পাহাড়ি বন্ধুর পথ।

একবুক বিশ্বাস, আমি আমার সুখ মানযিলে পৌঁছতে পারব

নিতে পারব স্বচ্ছ নির্মল বায়ুর খানিক নিঃশ্বাস।

বয়সের ভারে আজ আমি ন্যুজ, তবুও ছুটছি বিরামহীন।

মন দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠে কাংখিত সুখ আর কতদূর?

আর কতদূর হাঁটলেই পাব সুখ মানযিলের ঠিকানা? 

আশা নিরাশার চোরাবালি মাড়িয়ে তবুও চলছি,

অচেনা এক আগন্তুক এসে পথ আগলে দাঁড়ায়-

বলে এসো বাছা, ঢের হয়েছে এবার বিশ্রামে যাও, 

ওই দেখ সাড়ে তিনহাত মাটির নিচে তোমার ঠিকানা,

আপাতত কয়দিন নাহয় ওখানেই থাকো।

 

হৃদয় পথে

শাহীন আরা আনওয়ারী

 

হৃদয় গহীনে ধূধূ মরুভৃমির বালুকাবেলায় তোমাকেই খুজিঁ। 

মেঘবৃষ্টি আকাশ নীলের সাধ্য কি

প্রেম ঝরাবে তুমি ছাড়া।

যখন হৃদয়ে চলে সীমাহীন খরা।

আবেগের বৃষ্টিরা চোখের কোণেও ঝরে না।

এত হাহাকারে দোলে জীবন বর্ণমালা।

তুমি সাজাও। আছড়ে পড়ে বিষবাস্প নিঃশ্বাসের সাথে।

আমি কোথায় লুকবো দহনের অসীম পা-ুলিপি।

হে শক্তধর।

পথ দেখাও।

স্বপ্ন সাগরে ভাসুক অনাগত সুখ। তোমাকে ঘিরেই।

ভাগ্যলিপির অনুদানে নীল চাতক আমি।

তবুও তোমায় খুজিঁ বেলা অবলায়। 

 

 

মুমিনের দুনিয়াটা

মনির উদ্দীন পাটওয়ারী 

 

মুমিনের দুনিয়াটা জেল কারাগার 

কোথায় সময় তার আরামে থাকার। 

পৃথিবী যখন থাকে গভীর ঘুমে। 

মুমিন তখন খোঁজে খোদার দীদার।

 

মুমিনের পরিচয় তার তাকওয়ায়। 

আমলেসালেহ্ আর সাহসিকতায়। 

মানবিকতায়ও সে অতুলনীয়। 

সবাই তারিফ করে তার সততার। 

 

মুমিন মানেই হয় মিষ্টভাষী।

মুখে লেগে থাকে মধুর হাসি। 

কথা কাজের মাঝে হয় না অমিল।

খর্ব করেনা  সে কারো অধিকার। 

 

মুমিন মানেই হয় উন্নত শির 

দেখলে সবাই বলে ঐ যায় বীর।

অনলাইন আপডেট

আর্কাইভ