শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফকিরহাটে গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ ফকিরহাটে যৌতুকের দাবীতে নাজমা খাতুন নামে এক গৃহবধূকে নির্যাতন ও জোর করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোস্তফা কামালের  বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে বৃহস্পতি বার (৫ জুলাই) রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। এ ঘটনায় নিহতের স্বামী ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছে। নিহত নাজমা উপজেলার দোহাজারি এলাকার হারুন শেখের কন্যা। দুই বছর আগে রূপসা থানার  কাজদিয়া  সল্পবাহিরদিয়া এলাকার মাঈন উদ্দিনের পুত্র মোস্তফা কামালের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করছিলেন গৃহবধূ নাজমা। এক বছর যেতে না যেতেই তাদের কোল আলোকিত করে এক কন্যা সন্তান।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, পরোকীয়া প্রেমে আসক্ত স্বামী যৌতুকের দাবীতে ২০ জুন বৃহস্পতিবার রাতে গৃহবধূ নাজমাকে  পিটিয়ে আহত করে জোর পূর্বক  মুখে  বিষ ঢেলে হত্যাচেষ্টা চালায়। এবং মুমূর্ষু  অবস্থায় কাজদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী ও শশুর বাড়ির লোকজন। খবর পেয়ে নাজমার পরিবারের লোকজন পরের দিন তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে বৃহস্পতিবার (৫ জুলাই) রাত১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান তিনি। গত শনিবার সকাল ১০টায় পিত্রালয়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ