বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ওয়েস্ট এশিয়া বেসবল কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: প্রথমবারের মতো ওয়েস্ট এশিয়া বেসবল কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ জুলাই রাতে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগ করবে। বেসবল ফেডারেশন অব এশিয়া (বিএফএ)’র এই টুর্নামেন্টটি আয়োজক শ্রীলংকান বেসবল ফেডারেশন। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দলের হেড অব ডেলিগেট আমিনুল ইসলাম লিটন, বাংলাদেশ দলের টিম স্পন্সর ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস এন্ড স্পোর্টস জনাব এফএম ইকবাল বিন আনোয়ার, বেসবল দলের কর্মকর্তা আজম আলী খান সহ অন্যরা। আগামী ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত শ্রীলংকার কলম্বোতে জাপান-শ্রীলংকা ফ্রেন্ডশীপ বেসবল স্টেডিয়ামে ৬ দেশের আসরটি অনুষ্ঠিত হবে। এই আসরে ক গ্রুপে খেলবে স্বাগতিক শ্রীলংকা, নেপাল ও ভারত এবং খ গ্রুপে খেলবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা। দুই গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে খেলবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৬ জুলাই পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ খেলবে ইরানের বিপক্ষে ১৭ জুলাই। ম্যাচ দুটি লংকান সময় অনুযায়ী দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। যথারীতি ১৮ জুলাই সকাল ও বিকেলে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই স্থান নির্ধারণী ও ২০ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় বেসবল দল এই দ্বিতীয়বার কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এর আগে ২০১৮ সালের এপ্রিলে ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এবং তৃতীয় হয়েছিল। তবে এবার কোন আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় নয়, বিএফএ’র অফিসিয়াল টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে অংশগ্রহণ ও সাফল্যের মাধ্যমে র‌্যাংকিং পয়েন্ট পাবে বাংলাদেশ। এশিয়ান গেমস বেসবলের বাছাইপর্বের খেলাও এটি।

অনলাইন আপডেট

আর্কাইভ