বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

হরিপুরে ইউএনওসহ ৯ কর্মকর্তার পদ শূন্য

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সাব-রেজিষ্ট্রার, ভূমি সহকারী কমিশনার, জনস্বাস্থ্য প্রকৌশলী ও ত্রাণ ও প্রকল্প কর্মকর্তার মত গুরুত্বপূর্ণ ৯ টি পদ প্রায় দীর্ঘদিন ধরে শূন্য থাকায় হরিপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ না থাকার ফলে এলাকার কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তাদেও পেশিশক্তি খাঁটিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে অনিয়ম করে চলছে। এতে  দেখার কেউ নেই। হরিপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব অনিয়মের চিত্র দেখা যায়। হরিপুর উপজেলা পরিষদের সামনে হরিপুর-ঠাকুরগাঁওগামী পাঁকা রাস্তায় মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধের গেটের পার্শ্বে বিলের জলাশয়ের উপর নির্মিত ব্রীজের উত্তর পার্শ্বে বিলের কৃষি জমি থেকে মাটি খননের যন্ত্র (ইসকেভেটার) দিয়ে মাটি কেটে ভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর করার জন্য প্রায় ৩ফুট উচু করে পাকা রাস্তার সরকারি জায়গাসহ দখল করে পুকুর পাহাড় বাঁধা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে বিলের জলাশয়ের পানি প্রবাহের বাঁধা সৃষ্টি হবে এবং পাকারাস্তা হুমকির মূখে পড়বে।

অনলাইন আপডেট

আর্কাইভ