শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ভারতে কমছে রান্না করার গ্যাসের দাম

১ জুলাই, এনডিটিভি : গতকাল সোমবার থেকে রান্না করার গ্যাসের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সে দেশের শীর্ষ সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমছে ভারতীয় মুদ্রায় ১০০.৫০ রুপি।  

ভারতে গত ১ জুন থেকে ৩.৬৫ হারে বৃদ্ধি পায় এলপিজির দাম। বাজার দর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ইন্ডিয়ান ওয়েল। এলপিজির দাম বাড়ায় সরব হয়েছিল বিরোধীরা। এক মাস পর সিদ্ধান্ত পরিবর্তিত হলো।

রবিবার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজিতে ভর্তুকি দেয় সরকার। সেই ভর্তুকির কারণে গ্যাসের দাম হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

ইন্ডিয়ান ওয়েলের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ