শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনার অফিসপাড়ায় ঈদের আমেজ

খুলনা অফিস : পবিত্র ঈদ উল ফিতরের পাঁচ দিনের ছুটি শেষে রোববার সরকারি অফিস-আদালত খুলেছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রথম দিনে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন। খুলনার বিভিন্ন সরকারি কার্যালয়ে তেমন কর্মচাঞ্চল্য চোখে পড়েনি। সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড়ও তুলনামূলক কম রয়েছে। একইসঙ্গে বেসরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন অধিকাংশ কল-কারখানাও খুলেছে রোববার। অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে অনেক কম। তাদের কাজের চাপ কম থাকায় গল্প আর ঈদের কুশল বিনিময় করে সময় পার করছেন তারা। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রেড লাইসেন্স ইন্সপেক্টর কাজী মনজুর-উল-আলম বলেন, ছুটি শেষে অফিসের প্রথম দিন বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ঈদের কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। তারা কুশল বিনিময়ের পাশাপাশি খোশ মেজাজে দিনটি পার করছেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. নাসির উদ্দীন বলেন, ব্যাংকপাড়ায়ও বিরাজ করছে ঈদের আমেজ। ব্যাংকগুলোতে চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা নেই। যে কারণে কাজের চাপও কম। এদিকে, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত নগরে ফিরতে শুরু করেছেন নানা শ্রেণী-পেশার মানুষ। যে কারণে শহর ফিরতে শুরু করছে চিরচেনা রূপে।

অনলাইন আপডেট

আর্কাইভ