শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

চালে রঙ মেশানোর অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ, চাউলে রঙ মেশানো ও ভেজাল প্রসাধনী বিক্রির দায়ে পৃথক চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী-পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় র্যা ব-৪ এর এএসপি উনু মং, হরিরামপুর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম, ক্যাব জেলা কমিটির সদস্য মতিউর রহমান, ঝিটকা বনিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সহায়তা করেন। অভিযান চলাকালে মের্সাস অমিত ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৩০ হাজার টাকা, মাতৃভূমি ফার্মেসীকে ২৫ হাজার টাকা এবং চাউলে রঙ মিশিয়ে বিক্রির দায়ে জাকির রাইস এজেন্ট ও নিরঞ্জন রাইস ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ভেজাল প্রসাধনী বিক্রির অভিযোগে সুজন জরি হাউজকে ৫ হাজার টাকা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই কর্মকর্তা বিভিন্ন ফলের দোকান, মিষ্টির দোকানে পরিদর্শন করেন এবং কোন ধরনের কেমিক্যাল না মেশানো এবং অতিরিক্ত মূল্য না রাখার আহবান জানান ব্যবসায়ীদের প্রতি। পাশাপাশি তিনি হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ পণ্য কোন দোকানে আছে কিনা সেটিও ঘুরে ঘুরে দেখেন।

অনলাইন আপডেট

আর্কাইভ