শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পয়েন্ট ভাগাভাগিতে হতাশ মাশরাফি

স্পের্টস ডেস্ক : বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। মঙ্গলবার ব্রিস্টলে বৃষ্টিরই জয় হল। সকাল থেকেই চলছিল বৃষ্টি। মাঝে কিছুক্ষণ থামলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তেজ বাড়ছিল বৃষ্টি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় সময় বেলা ১.৫৭ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।বিশ্বকাপে এর আগে টাইগাররা শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ৩ বার। প্রতিবারই জিতেছে লঙ্কানরা। তবে এবারকার আসরে অনেক বেশি পরিণত শক্তির বাংলাদেশ দল। তাই পরিসংখ্যান ও ইতিহাসের বাইরে গিয়ে ভিন্ন কিছু করার প্রত্যয় ছিল টাইগার শিবিরে।কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ভেস্তে দেয় ম্যাচ। তাই এই পয়েন্ট ভাগাভাগিতে দারুণ হতাশ বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের জয়ের পর টানা দুই ম্যাচে হার। সেই হতাশা শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে কাটাতে চেয়েছিল টাইগাররা। কিন্তু তা হয়নি। মাশরাফির কণ্ঠে তাই হতাশা ঝরল, ‘যেকোন দলের জন্যই মাঠে এসে খেলতে না পারাটা হতাশার। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছিলাম, ইংল্যান্ডের বিপক্ষে ভাল করতে পারিনি। কিন্তু গতকালকের দিনটা হতাশাই উপহার দিল।’ এদিকে ঊরুর ইনজুরিতে পড়ে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হল সাকিব আল হাসানকে। নিজের ডেপুটিকে নিয়ে অবশ্য আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের পরবর্তী ম্যাচ সোমবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে সাকিব সুস্থ হয়ে যাবেন বলে মনে করেন মাশরাফি, ‘সাকিব ঠিক হয়ে যাবে। হাতে চার-পাঁচ দিন সময় আছে।’ এদিকে টন্টনের মাঠ তুলনামূলক ছোট। ফলে ক্যারিবীয়ান ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবে সেখানে। তাই ম্যাচটি কঠিনই হবে বাংলাদেশের জন্য। মাশরাফির কথায়, ‘টন্টন খুবই ছোট মাঠ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা খুব সহজ হবে না।’

অনলাইন আপডেট

আর্কাইভ