শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সুমাত্রার উপকূলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৩ জুন, রয়টার্স : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিবোলগা শহরের দক্ষিণপশ্চিমে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। গতকাল সোমবারের এই শক্তিশালী ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা।

এই ভূমিকম্পের পর হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে কোনো সুনামি সতর্র্কতাও জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু লোক নিহত হয়। গত বছর ধারাবাহিক ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। বছরটির একেবারে শেষ দিকে জাভা দ্বীপের পশ্চিম উপকূলে ভূমিকম্পের পর এক সুনামিতে প্রায় ৪৩০ জন নিহত ও অন্তত ১৫৯ জন নিখোঁজ হয়। এই সুনামির ১৪ বছর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রার উপকূলে বড় ধরনের ভূমিকম্পের পর ভয়াবহ সুনামির সংঘটিত হয়েছিল। ভারত মহাসাগরের ওই সুনামিতে উপকূলবর্তী ১৪টি দেশের দুই লাখ ২৬ হাজার লোক নিহত হয়েছিল, তাদের মধ্যে ইন্দোনেশিয়ার লোক ছিল এক লাখ ২০ হাজারেরও বেশি।

অনলাইন আপডেট

আর্কাইভ